
Return Form – ITA – 2023 – Individual (One Page, Bangla) হলো জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক নির্ধারিত একটি আয়কর রিটার্ন ফরম, যা বাংলাদেশে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য প্রযোজ্য। এই এক‑পাতার বাংলা ফরমের মাধ্যমে করদাতারা সহজভাবে বার্ষিক আয়, করযোগ্য আয় ও কর পরিশোধের তথ্য দাখিল করতে পারেন, যা Income Tax Act, 2023 অনুযায়ী কর রিটার্ন জমা দেওয়াকে সহজ ও নিয়মমাফিক করে।