
উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন ফরম হলো জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক নির্ধারিত একটি কর ফরম, যার মাধ্যমে উৎসে কর কর্তন (Tax Deduction at Source – TDS) সংক্রান্ত সকল তথ্য সরকারকে জমা দেওয়া হয়। বাংলাদেশে প্রচলিত কর আইনের অধীনে নির্ধারিত সময় অনুযায়ী এই ফরম নিয়মিতভাবে দাখিল করা বাধ্যতামূলক।